সুতার সূত্র ধরে যেভাবে উদঘাটিত হলো চাঞ্চল্যকর শিমু হ’ত্যার রহস্য (ভিডিও)

| আপডেট :  ১৮ জানুয়ারি ২০২২, ১০:৩২ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৮ জানুয়ারি ২০২২, ১০:৩২ অপরাহ্ণ

অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর ম’রদেহ উ’দ্ধারের সময় বস্তা দুটি প্লাস্টিকের সুতা দিয়ে সেলাই করা ছিল। সেই সুতার সূত্র ধরেই তার ‘খু’নিদের’ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ম’রদেহ উ’দ্ধারের পর শিমুর বাসায় গিয়ে একটি গাড়ি দেখতে পায় পুলিশ। সেটিতে প্লাস্টিকের এক ধরনের সুতা দেখতে পায় তারা। যা কিনা ম’রদেহের বস্তায়ও সেলাই করা ছিল। মিলিয়ে দেখা যায়, সুতা দুটি একই রকমের।

এরপরই শিমুর স্বামী শাখাওয়াত আলীম নোবেল ও তার বাল্যবন্ধু এসএম ওয়াই আব্দুল্লাহ ফরহাদকে জি’জ্ঞাসাবাদে আনে পুলিশ। এবং পরে সাক্ষ্যপ্রমাণ ও প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রে’প্তার করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ম’রদেহ উ’দ্ধারের পর তথ্যপ্রযুক্তির সাহায্যে নি’হত নারীর পরিচয় শনাক্ত করা হয়। এরপর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে অভিনেত্রী শিমুর গ্রিনরোডের বাসা যায় পুলিশ।

তিনি বলেন, ম’রদেহ গু’ম করতে দুটো বস্তা যে প্লাস্টিকের সুতা দিয়ে সেলাই করা হয়েছিল, সেই সুতারই হুবহু এক বান্ডিল শিমুর স্বামী নোবেলের গাড়িতে পাওয়া যায়। এছাড়া গাড়িটি ধোয়া ছিল এবং দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানো ছিল। এতেই স’ন্দেহ হয়।পরে তাৎক্ষণিকভাবে জি’জ্ঞাসাবাদের জন্য নোবেলকে আ’টক করা হয়। জি’জ্ঞাসাবাদে তিনি এ হ’’ত্যার কথা স্বীকার করেন, যোগ করেন পুলিশের এ কর্মকর্তা।

জানা গেছে, নোবেল পুলিশের প্রাথমিক জি’জ্ঞাসাবাদে জানিয়েছেন, শিমুকে গ’লা টি’পে হ’’ত্যার পর ফরহাদকে ফোনে ডেকে আনেন। পরে দুইজনে পরিকল্পনা করে বাইরে থেকে বস্তা আনেন। শিমুর ম’রদেহ লম্বালম্বিভাবে দুটি পাটের বস্তায় ভরে প্লাস্টিকের সুতা দিয়ে সেলাই করেন। এরপর বাড়ির দারোয়ানকে নাস্তা আনতে বাইরে পাঠিয়ে নিজের ব্যক্তিগত গাড়ির পেছনের আসনে করে ম’রদেহ নিয়ে বেরিয়ে যান নোবেল।

গ্রে’প্তার ফরহাদ জানিয়েছেন, প্রথমে তারা গাড়িটি নিয়ে মিরপুরের দিকে গিয়েছিলেন। কিন্তু সেখানে ম’রদেহ ফেলার উপযুক্ত পরিবেশ না পেয়ে তারা আবার বাসায় ফেরেন। রোববার সন্ধ্যায় আবার তারা লা’শ গু’ম করতে মোহাম্ম’দপুর ও বছিলা ব্রিজ এলাকায় ঘুরতে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের আলীপুর ব্রিজের কাছে গিয়ে সুযোগ বুঝে বস্তাটি ফে’লে দেন তারা। সূত্রঃ সমকাল