গু’লি করে পা’লাচ্ছিল স’ন্ত্রাসী, জীবনের ঝুঁ’কি নিয়ে দৌড়ে গিয়ে জাপটে ধরেন রেকসনা

| আপডেট :  ১৮ জানুয়ারি ২০২২, ১১:১৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৮ জানুয়ারি ২০২২, ১১:১৭ পূর্বাহ্ণ

নিজের জীবনের ঝুঁ’কি নিয়ে দৌড়ে অ’স্ত্র, গু’লি ও বো’মাসহ কালা চাঁন ওরফে সবুজ (৩৫) নামে এক স’ন্ত্রাসীকে আ’টক করে প্রশংসায় ভাসছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের নারী সার্জেন্ট রেকসনা। রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর স’রকারি মহিলা কলেজের সামনে (বয়রা গার্লস কলেজ) সাইদুর রহমান শাওন নামে এক যুবককে লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গু’লি ছো’ড়ে স’ন্ত্রাসীরা।

এসময় সেখানে দুই কনস্টেবলসহ কর্তব্যরত পুলিশ সার্জেন্ট রেকসানা ছিলেন। এঘটনা ঘটার সঙ্গে সঙ্গ নিজের জীবনের ঝুঁ’কি নিয়ে দৌড়ে গিয়ে স’ন্ত্রাসী সবুজকে জাপটে ধরেন তিনি। পরে তল্লা’শি চা’লিয়ে সবুজের কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি রিভলবার, একটি পি’স্তল ও ১১ রাউন্ড গু’লি ও হাত বো’মা উ’দ্ধার হয় ।

পরে খালিশপুর থানায় তাকে হস্তান্তর করা হয় এবং তার বি’রুদ্ধে অ’স্ত্র আইনে মা’মলা হয়। এ ঘটনার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।

সেই মুহূর্তের ঘটনা সম্পর্কে জানতে চাইলে সার্জেন্ট রেকসনা জাগো নিউজকে বলেন, আমার ও’পর অর্পিত দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই স’ন্ত্রাসীকে ধরেছি। দায়িত্ব পালনের সময় কখনই মনে হয় না আমি নারী। আমি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য, এটা ভেবে সব সময় দায়িত্বের সঙ্গে কাজ করি।

মাগুরার সদরে মেয়ে রেকসনা। ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল ম্যা’জিস্ট্রেট হওয়ার। কিন্তু ম্যা’জিস্ট্রেট না হলেও বাংলাদেশ পুলিশের একজন সদস্য হতে পেরে তিনি গর্বিত। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভের পর ২০১৭ সালের ৮ নভেম্বর খুলনা মেট্রোপলিটন পুলিশে সার্জেন্ট পদে যোগদান করেন তিনি।