পৌর নির্বাচনে ভাইয়ের প্রতিদ্বন্দ্বী আপন ভাই

| আপডেট :  ১২ ডিসেম্বর ২০২০, ০২:০৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ১২ ডিসেম্বর ২০২০, ০২:০৯ অপরাহ্ণ

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পঞ্চগড় পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিল পদে ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন ভাই। পৌরসভার ৬ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। আগামি ২৮ ডিসেম্বর এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ওই ওয়ার্ডে দুই ভাই সহ মোট ৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে আপন দুই ভাই হলেন পঞ্চগড় পৌরসভার উটপাখি প্রতিক নিয়ে বড় ভাই মো. আজগর আলী এবং ল্যাম্প প্রতিক নিয়ে ছোট ভাই মো. আবু তালেব। ছোট ভাই তালেব এর আগে ২০১০ সালে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করে প্রতিদ্বন্দী শফিকুল ইসলামের কাছে হেরে যায়।

এ বিষয়ে ছোট ভাই আবু তালেবের সাথে কথা হলে তিনি জানায়, তিনি এর আগে সামান্য সংখ্যক ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছিলেন। এবার জনগনের ব্যাপক সারা পাচ্ছেন। কিন্তু ইতোমধ্যে তার বড়ভাই কাউন্সিলর পদে প্রার্থী হয়েছে। তিনি এ বিষয়ে তার বড় ভাই মো. আবু তালেবকে নিষেধ করলেও তিনি তার কথা শোনেন নি।

এদিকে, ভোট সংশ্লিষ্টরা মনে করছেন এভাবে স্বজনে স্বজনে নির্বাচনে অংশ নেয়ায় ভোটারদের মধ্যে বিভক্তির সৃষ্টি হবে।