১২ হাজার ভোটের ব্যবধানে নৌকাকে হারালেন জামায়াত নেতা

| আপডেট :  ৬ জানুয়ারি ২০২২, ১২:১৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ৬ জানুয়ারি ২০২২, ১২:১৯ অপরাহ্ণ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতা নুর মোহাম্মদ আবু তাহের ১৪ হাজার ৯০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নুর মোহাম্মদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শাহ মোহাম্মদ আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯০৪ ভোট।

বেসরকারিভাবে পাওয়া তথ্য মতে, ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১২ হাজার ৩ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহ মো: আব্দুল খালেককে হারিয়েছেন নুর মোহাম্মদ।

আরও পড়ুনঃ বেড়া উপজেলার ৭টি ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি
পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) বেড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৬ জন ও নৌকার ১ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ঢালারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যার আওয়ামী লীগ প্রার্থী মো: কোরবান আলী সরদার, চাকলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: ইদ্রিস সরদার (ঘোড়া), রুপপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: মোজাহারুল ইসলাম মোহন (আনারস), নতুনভারেঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: আবু দাউদ (আনারস), হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: হামিদ (আনারস), জাতসাখিনী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: আবুল কালাম আজাদ মানিক (আনারস) নির্বাচিত হয়েছেন।