বর্তমান সরকারের আমলে আমরা প্রকৃত ইসলাম প্রচার করছি: জাকের পার্টি

| আপডেট :  ১৮ ডিসেম্বর ২০২১, ০৭:৫৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৮ ডিসেম্বর ২০২১, ০৭:৫৭ অপরাহ্ণ

বর্তমান সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, বর্তমান সরকার দেশকে উন্নতির পথে নিচ্ছে। এই উন্নতি আমাদের প্রয়োজন। এই সরকার ক্ষমতায় থাকা দরকার। কারণ এই সরকার আমাদের সহায়ক সরকার। সরকার দেশের উন্নয়ন করে যাচ্ছে আর আমরা প্রকৃত ইসলাম প্রচার করছি। দেশের স্বার্থে এই সরকারের কোনো বিকল্প নেই।

যদি বিকল্প কথা চিন্তা করা হয় তবে তা হবে জাকের পার্টি। শনিবার বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগা মাঠে জাকের পার্টির মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষ্যে বরিশাল বিভাগীয় দাওয়াত ইসলামী মহা জলসায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিওলেন।

পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী আরো বলেন, ২০০৫ সালে দেশের ক্রান্তিলগ্নে বরিশাল এসেছিলাম। তখন বাংলাদেশকে আফগানিস্তানে রূপান্তরের চেষ্টা চলছিল। ধর্মের নামে এ সকল কাজ করে ইসলামকে বিতর্কিত করতে চাচ্ছিলো একটি গোষ্ঠী। তাদের চেষ্টা ছিল দেশে অরাজকতা সৃষ্টি করে পশ্চিমা সেনাদের দেশে আনা। তখন সকলে এর বিরুদ্ধে চুপ করেছিল। একমাত্র জাকের পার্টি প্রতিবাদে সরব হয়ে উঠেছিল।

জাকের পার্টি সর্বদা নেপথ্যে থেকে সরকারকে সহযোগিতা করে আসছে। তিনি বলেন, পাকিস্তানকে আমি বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বলেছি। তাদেরকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে কৃতকর্ম থেকে সরে আসার আহ্বান জানান তিনি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা সকল দেশের বোঝা উচিত।

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তা নষ্ট করতে অপশক্তি এখনো চেষ্টা করে চলেছে। জাকের পার্টি তা সবসময় প্রতিহত করে চলেছে। আমাদের কাজ এদেশের মানুষকে শান্তিতে রেখে প্রকৃত ইসলাম শেখানো।

অন্য ধর্মের মানুষকে তাদের অধিকার নিশ্চিত করা। ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে জাকের পার্টি এগোচ্ছে। বর্তমানে কিছু সুফি পন্থী ও শরিয়াপন্থী লেবাসধারীরা আংশিক হাদিস আংশিক কোরআনের আয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে জানিয়ে তিনি বলেন, এই ধরনের কাজ জাকের পার্টি করে না। জাকের পার্টি ইসলাম প্রচার এর প্রকৃত কাজ করে যাচ্ছে।