আবার ঝটিকা সফরে হাসপাতালে মাশরাফি

| আপডেট :  ১৮ ডিসেম্বর ২০২১, ০১:৫৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৮ ডিসেম্বর ২০২১, ০১:৫৯ অপরাহ্ণ

বিভিন্ন অনিয়মের অভিযোগে কর্তৃপক্ষকে না জানিয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নড়াইল সদর হাসপাতালে ঝটিকা সফর করেন। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টায় হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন অনিয়ম দেখে ক্ষুব্ধ হন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা হাসপালে ঝটিকা সফরে এলে রোগীর খাবারে অনিয়ম, ওষুধ না দেওয়া, চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের সময়মত হাজির না হওয়ার বিষয়টি জানতে পারেন। এছাড়া ওয়ার্ডে গেলে রোগীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ জানান।

মাশরাফি বিন মর্তুজা বলেন, হাসপাতালের গরীব মানুষ আসে দূর-দূরান্ত থেকে। তাদের খাবার দেওয়া হয় না। কিছু চিকিৎসক ঠিকমত অফিস করেন না। রোগীদের খাবার-ওষুধ দেওয়া হয় না এটা কোনোভাবেই মানা হবেন। হাসপাতালের এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিকালের মধ্যে জানানোর নির্দেশ দেন মাশরাফি বিন মর্তুজা।