১ ভোটের জন্য সেঞ্চুরি করতে পারলেন না নৌকার প্রার্থী

| আপডেট :  ২৯ নভেম্বর ২০২১, ০৩:৫৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ নভেম্বর ২০২১, ০৩:৫৯ অপরাহ্ণ

রোববার অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের এক প্রার্থী পেয়েছেন ৯৯ ভোট। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন জান্নাতুল বকেয়া রেখা। ওই ইউনিয়নের ১৩ হাজার ভোটারের মধ্যে এবার ৯টি কেন্দ্রে ভোট পড়েছে ১০ হাজার ২৯০টি। তার মধ্যে জান্নাতুল বকেয়া পেয়েছেন ৯৯ ভোট। ওই ইউনিয়নে বিজয়ী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মক্কী ইকবাল পেয়েছেন ৩ হাজার ৭৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজলুর রহমান পেয়েছেন ৩ হাজার ৩১৩ ভোট।

অন্য ৯ ইউনিয়নে বেসরকারি ফলাফলে নির্বাচিতরা হলেন- বদরখালীতে নুরে হোছাইন আরিফ (নৌকা), পশ্চিম বড়ভেওলায় সিরাজুল ইসলাম বাবলা (নৌকা), ঢেমুশিয়া ইউনিয়নে মঈনউদ্দিন চৌধুরী (নৌকা), লক্ষারচরে আওরঙ্গ জেব বুলেট (নৌকা) ও পূর্ববড়ভেওলায় ফারজানা আফরিন মুন্না (নৌকা)।

বিজয়ী বিদ্রোহী প্রার্থীরা হলেন, কাকারায় সাহাবউদ্দিন ও কোনাখালীতে দিদারুল হক সিকদার। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, সাহারবিলে নবী হোছাইন চৌধুরী ও বিএমচরে জাহাঙ্গীর আলম। সূত্রঃ নয়া দিগন্ত