কু’পিয়ে হ ত্যার পর পা কে’টে নিয়ে গেল প্রতিপক্ষ! বাবার হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে সন্তানরা

| আপডেট :  ২৪ নভেম্বর ২০২১, ১১:২৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৪ নভেম্বর ২০২১, ১১:২৬ পূর্বাহ্ণ

মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত ও পূর্বশ’ত্রুতার জেরে দাদন চৌকিদার (৪৫) নামের এক ব্যক্তিকে কু’পিয়ে হ’’ত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় তারা নি’হতের বাম পা কে’টে নিয়ে গেছে অ’ভিযোগ পরিবাররের। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শিবচর উপজে’লার শিবচর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে। নি’হত দাদন চৌকিদার ওই এলাকার মৃ’ত আদম চোকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের দিন মজুর দাদন চৌকদারের সাথে প্রতিবেশী শাহ আলম শেখের সঙ্গে জমি সংক্রান্ত বি’রোধ ছিল। গত বছর উভ’য় পক্ষের সঙ্গে সংর্ঘষের ঘটনাও ঘটে। সম্প্রতি দাদন চোকদারের পক্ষে মা’মলায় রায় দেয় আ’দালত। কিন্তু অ’ভিযুক্ত সেলিম সেখ সে রায় মেনে না নিয়ে দাদনকে হ’’ত্যার হু’মকি দেয়।

আজ দুপুর দাদন চোকদার শিবচর বাজার থেকে ভ্যানযোগে ফেরার পধে প্রতিপক্ষ সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখ তাকে ভ্যান থেকে নামিয়ে রাস্তার ও’পর ফে’লে এলোপাতাড়ি কো’পাতে থাকে। পর্যায়ক্রমে কু’পিয়ে দেহ থেকে পা বিচ্ছিন্ন করে। পরে বুকে ও মাথায় কু’পিয়ে গু’রুতর জ’খম করে। গু’রুতর আ’হত অবস্থায় পরে থাকতে দেখে রাস্তা

দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন লোক তার বাড়িতে খবর দেয় ও তাকে উ’দ্ধার করে। শিবচর স্বা’স্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে নেওয়ার পথেই শিবচরের পাচ্চর নামক স্থানে দাদন চোকদার মা’রা যান।

নি’হতের স্ত্রী রুবি বেগম বলেন, ‘আমার স্বামী বাজার থেকে বাড়ি আসার পথে সেলিম শেখ ও তার ছেলেরা মিলে নি’র্মমভাবে হ’’ত্যা করেছে। আমার স্বামীর এক পা কে’টে নিয়ে গেছে ওরা। আমি এখন তিনটি ছোট ছোট মেয়ে নিয়ে কিভাবে বাঁচবো। আমি আমার স্বামী হ’’ত্যার বিচার চাই।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ‘উভ’য় পক্ষের সঙ্গে দ্ব’ন্দ্ব দীর্ঘদিনের। গত বছর উভ’য় পক্ষের সংর্ঘষের ঘটনায় মা’মলাও হয়েছিল। সে ঘটনায় দাদনও আ’সামি। সম্প্রতি একটি জমি ভোগ দ’খল নিয়ে বি’রোধ আরো চাঙা হয়। এ ঘটনার সূত্র ধরে এ হ’’ত্যাকাণ্ড ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আ’সামিদের গ্রে’প্তারে অ’ভিযান চলছে।’