নিচে তাকাতেই উধাও চার লাখ টাকা!

| আপডেট :  ২৯ নভেম্বর ২০২০, ০১:৪৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ নভেম্বর ২০২০, ০১:৪৯ অপরাহ্ণ

রাজস্ব জমা দিতে গিয়ে ব্যাংক থেকে গ্রাহকের ৪ লাখ ৪০ হাজার ৩২৫ টাকা চুরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে, জামালপুর শহরের সোনালী ব্যাংকের প্রধান শাখায়। রোববার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১টায় ওই শাখায় সদর সাবরেজিষ্ট্রার অফিসের স্ট্যাম্প ভেন্ডার সুনু নাগের কর্মচারী সোহাগ দলিল রেজিস্ট্রির রাজস্ব জমা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

সোহাগ বলেন, তিনি সোনালী ব্যাংক প্রধান শাখায় দুপুর পৌনে ১ টায় ৪ লাখ ৪০ হাজার ৩২৫ টাকা সরকারি রাজস্ব জমা দেওয়ার জন্য যান। এসময় টাকা ক্যাশ কাউন্টারে জমা দিতে গেলে পাশে থাকা এক লোক তার পকেট থেকে টাকা পড়েছে বলে জানায়। সে টাকা তুলতে তিনি নিচে তাকাতেই তার পুরো টাকা নিয়ে লোকটি সটকে পড়ে।

ইতোমধ্যে সদর থানার পুলিশ ব্যাংক পরিদর্শন করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম থান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা সিসিটিভির ফুটেজ দেখেছেন এবং এই ফুটেজ
অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।