অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশকে ‘একটি জয়’ উপহার দিতে চান টাইগাররা

| আপডেট :  ৩ নভেম্বর ২০২১, ০৮:৫৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩ নভেম্বর ২০২১, ০৮:৫৭ অপরাহ্ণ

এবার স্কটল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা টাইগাররা সুপার টুয়েলভে হেরেছে টানা চারটি ম্যাচে। আসর থেকে ছিটকে পড়ার পর এবার অন্তত একটি জয় নিয়ে দেশে ফেরার প্রত্যয় ক্রিকেটারদের।

চলতি বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের স্পোর্টিং উইকেটে এবার সেই অস্ট্রেলিয়া বাংলাদেশের সামনে। অস্ট্রেলিয়া যখন সেমিফাইনাল নিশ্চিতের জন্য লড়ছে, বাংলাদেশ তখন বিশ্বকাপে বাদ পড়াদের দলে।

এদিকে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ক্লান্ত বাংলাদেশ অন্তত শেষ ম্যাচটি জিততে চায়। অজিদের হারিয়ে অন্তত একটি জয় উপহার দিতে চায় দেশকে।

গতকাল ম্যাচ শেষে তাসকিন আহমেদ বলেন, ‘দুইটা জেতা ম্যাচ জিততে পারলে অনেক কিছুই এমন মনে হত না। সহজ দুইটা ম্যাচ হারাতে সবকিছু আমাদের বিপক্ষে মনে হচ্ছে। ব্যাটিং ক্লিক করেনি কিছু ম্যাচে, এজন্য অনেক কিছু মনে হচ্ছে।’

তাসকিন আরও বলেন, ‘যেটা চলে গেছে ওটা তো ফেরত আনতে পারব না। সামনে একটা ম্যাচ আছে, যতটা ভালো খেলা যায়… দেশকে একটাও যদি জয় উপহার দিতে পারি। এটাই আমাদের জন্য অনেক। সামনের দিনগুলো যাতে ভালো যায় সেই চেষ্টা করছি।’

তাসকিন বলেন, ‘আমি নিশ্চিত, সবাই একশ দশ ভাগ দিচ্ছি। তারপরও কিছু জায়গায় হয়নি। ভবিষ্যতে যেন শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। দোয়া করবেন সবাই যেন একটা জয় দেশকে উপহার দিতে পারি।’