ফেসবুক পোস্টকে ঘিরে বরিশালে তোলপাড়

| আপডেট :  ২৫ নভেম্বর ২০২০, ০২:৪২ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৫ নভেম্বর ২০২০, ০২:৪২ অপরাহ্ণ

প্রায় তিন বছর আগে একটি এয়ারগান মেরামত করেছিলেন বরিশালের বাবুগঞ্জের কাঠমিস্ত্রী রুহুল আমিন। আর সেই সময়ে তোলা রহুল আমিনের একটি ছবিকে ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে বিতর্ক।

‘ক্রাইম ফোকাস’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তিন বছরের পুরোনো সেই এয়ারগান মেরামতের ছবি দিয়ে লেখা হয়েছে ‘ফার্নিচার দোকানি রুহুল আমিন একজন জঙ্গি ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার কাছে অনেক অস্ত্র সংরক্ষিত আছে।’

আর এরপর থেকেই বিপদে পড়েছেন রুহুল আমিন। মুহুর্তেই ভাইরাল হয়ে গেছে পোস্টটি এবং এর জেরে রুহুল আমিনকে ভিন্ন চোখে দেখছেন তার প্রতিবেশী ও স্বজনরা। এমনকি অনেকেই তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন।

ছবিটির বিষয়ে ফার্নিচার দোকানি রুহুল আমিনের বলেন, ‘প্রায় তিন বছর আগে আগরপুরের বাসিন্দা আতিকুল ইসলাম আতিকের এয়ারগানের কাঠের বাটটি ভেঙে গেলে তিনি কাঠের বাটটি লাগাতে এয়ায়গানটি নিয়ে আমার কাছে আসেন। আমি তার এয়ারগানের কাঠের বাটটি লাগিয়ে দেই। তিনি মুজুরি দিয়ে চলে যান। এ সময় কে বা কারা মোবাইলে এয়ারগানের কাঠের বাট লাগানোর ছবি তোলেন। কয়েক দিন আগে প্রায় তিন বছর আগের সেই ছবি ‘ক্রাইম ফোকাস’ নামে একটি ফেসবুক আইডি’ থেকে পোস্ট করে আমাকে জঙ্গি ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলা হয়। আর এ ঘটনার পর র‌্যাব-পুলিশ এসে নানা কথা জিজ্ঞেস করছে। এমনকি পোস্টটির কারণে প্রতিবেশী-স্বজনরাও আমাকে এড়িয়ে চলছেন।

এসময় রুহুল আমিন জানান, আগরপুর বাজারে তার একটি ছোট দোকান আছে। সেখানে তেমন বেচাকেনা হয় না। আর দোকানটির পাশাপাশি মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে কাঠমিস্ত্রির কাজ করে। এতে কোনোভাবে তার সংসার চলে। কিন্তু এ ঘটনা তাকে আরও বিপদে ফেলেছে এ ঘটনায়।

রুহুল আমিন বলেন, ইতোমধ্যে এ ঘটনায় গত ২২ নভেম্বর তিনহ বাবুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এদিকে আগরপুর বাজারের ওষুধ ব্যবসায়ী সবুজ ফরাজী অভিযোগ করেছেন, এলাকার একটি প্রভাবশালী মহল ফসবুকে লেখা ও ছবি পোস্টের ঘটনায় তাকে দায়ী করে এলাকা থেকে উৎখাত করার চেষ্টা করছেন। এরই মধ্যে তারা দোকানে গিয়ে এলাকা ছাড়ার হুমকিও দিয়েছেন যে এলাকা না ছাড়লে তাকে সপরিবারে হত্যা করা হবে।

তিনি জানান, হুমকির পর তার দোকান বন্ধ রেখেছেন এবং নিরাপত্তা চেয়ে বাবুগঞ্জ থানায় ও বরিশাল র‌্যাব-৮-এর সদর দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর বলেন, ফেসবুকে লেখা ও ছবি পোস্টের পর পুলিশের একটি দল তদন্ত শুরু করে। জানা গেছে এয়ারগান মেরামতের সময় ছবিটি তোলা। ইতোমধ্যে ক্রাইম ফোকাস’ নামে ফেসবুক আইডি’ থেকে অপপ্রচার চালানোর অভিযোগে রুহুল আমিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আইডিটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, মিথ্যা পরিচয় দিয়ে আইডিটি খোলা হয়েছে এবং ওই আইডি থেকে বিভিন্ন ব্যক্তিদের নামে আপত্তিকর প্রচারণা চালানো হচ্ছে। আইডি পরিচালনাকরীদের শনাক্তে সিআইডি পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।