আমি ধর্ষণ করিনি, মিলন-দুলালরা করেছে: মজনু

| আপডেট :  ১৯ নভেম্বর ২০২০, ০১:৪৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ নভেম্বর ২০২০, ০১:৪৫ অপরাহ্ণ

‘আমি ধর্ষণ করিনি। মিলন, দুলাল, ইয়াছিন, আলামিন- এই চারজন ধর্ষণ করেছে। তাদের ধরেন।’- পুলিশ ভ্যানে তোলার সময় এভাবেই নিজেকে নির্দোষ দাবি করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মজনু।

এর আগে কঠোর নিরাপত্তার মাধ্যমে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মজনুকে আদালতে আনা হয়। পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার দুপুর ৩টার দিকে ঢাবি ছাত্রী ধর্ষণের মামলায় মজনুর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন।

ঘটনার আট মাসের মধ্যে মামলা আদালতে ওঠার ১৩ কার্যদিবসে বিচার শেষে এ রায় ঘোষণা করা হলো।

পুলিশ ভ্যানে তোলার সময় মজনু আরও বলেন, ‘ভাই আমাকে ছেড়ে দেন। আমি এতিম, অসহায়। আমারে মারলে আল্লাহ অনেক শাস্তি দিবে।”

মজনু দাবি করেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি নির্দোষ। তাকে বিনাদোষে ধরে এক বছর আটকে রেখেছে।

মজনু এসময় আমহত্যার হুমকও দিয়ে তাকে ছেড়ে দেয়ার আকুতি জানিয়ে বলেন, তাকে অনেক অত্যাচার করেছে। তার পক্ষে কেউ নাই। তাকে ছেড়ে দিলে ব্রিজ থেকে লাফ দেবেন

এসময় তিনি পুলিশকেও হুমকি দিয়ে বলেন, ‘আমার চোখের পানি শুকিয়ে গেছে। আমি ধর্ষণকারী না। আমারে তাড়াতাড়ি ছাইড়া দেন। হাতের হ্যান্ডকাফ একবার খুলে দে। কত পুলিশ আছে দেখে নেবো।”

প্রসঙ্গত, ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের আটমাসের মধ্যে এ রায় দেয়া হয়েছে।