বাংলাদেশ দলের খেলোয়ারকে জেলে পাঠাতে চান ভারতের কোচ

| আপডেট :  ৫ অক্টোবর ২০২১, ০১:৫৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ৫ অক্টোবর ২০২১, ০১:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আগে জামাল ভূঁইয়াদের খোঁচা দিয়ে কথা বলেছিলেন ভারতীয় ফুটবল দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। আর মাঠের লড়াইয়ে দশজনের বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি ভাগাভাগি করতে হওয়ায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করেছেন তিনি। তবে বাংলাদেশ দলের এক খেলোয়ারের উপর চাপা ক্ষোভও প্রকাশ করেছেন এই কোচ।

ভারতীয় কোচ বলেন, ‘ম্যাচটি ভালোই হয়েছে। বাংলাদেশ দশ জন ছিল। আমাদের জেতা উচিত ছিল। আমরা ৭৫ মিনিট পর্যন্ত ম্যাচে দারুণভাবে ছিলাম। ৭৫ মিনিটের পর আমাদের ফুটবলাররা নার্ভাস ছিল। আমরা নিজেরাই নিজেদেরকে শাস্তি দিয়েছি। ফুটবলাররা কিছু ভুল পাস করছিল। ভুল পাসে তারা নার্ভাস হয়েছিল।’

সৌদি আরবের রেফারি ভারতের ফরোয়ার্ডকে ট্যাকেল করায় বাংলাদেশের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে সরাসরি লাল কার্ড দেখান। আগের ম্যাচে বাংলাদেশের পেনাল্টি নিয়ে বিরূপ মন্তব্য করা ভারতীয় কোচ এই ম্যাচেও খানিকটা খোঁচা দিলেন, ‘এটি অবশ্যই লাল কার্ড। সে পেছন থেকে ট্যাকেল করেছে। দুটি লাল কার্ড এবং তাকে (বিশ্বনাথ) তিন দিনের জেলে পাঠানো উচিত (হাসি)।’

বাংলাদেশের কোচের পরিবর্তন হয়েছে। কোচের পরিবর্তন হলেও খেলার ধরণে খুব বেশি পরিবর্তন দেখছেন না ভারতের কোচ, ‘আমার কাজ আমার দল নিয়ে ভাবা। আমি বাংলাদেশের মধ্যে খুব বেশি পার্থক্য দেখিনি। আগের মতোই ৪-১-৪-১ খেলেছে।’ ভারত টুর্নামেন্টের হট ফেভারিট। ১২ আসরের মধ্যে ১১ বারই ফাইনাল খেলেছে।

ভারতের টুর্নামেন্ট যাত্রা খুব সুখকর হলো না। নিজেদের প্রথম ম্যাচ ড্র নিয়ে খুব বেশি ভাবতে নারাজ দলটির হেড কোচ, ‘সব দলকে চারটি করে ম্যাচ খেলতে হবে। আমাদের আরো তিন ম্যাচ রয়েছে।’