তালাক না দিয়েই বিয়ে, গ্রেপ্তার হতে পারেন নাসির-তামিমা

| আপডেট :  ৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৯ অপরাহ্ণ

আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন নাসির হোসেন। পিবিআইয়ের তদন্তে অবৈধ প্রমাণিত হয়েছে নাসির হোসেন এবং তামিমা তাম্মির বিয়ে। আর এর জেরে নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানানো হয়েছে।

মামলার বাদী রাকিব হাসান আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে এ আবেদন করেন। রাকিবের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসরাত হোসেন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেছি। আদালত নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।আদালত যদি গ্রেপ্তারি পরোয়ানার আবেদন মঞ্জুর করেন, তাহলে যে কোন সময়ে গ্রেপ্তার হতে পারে নাসির এবং তামিমা।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।