পিএসজিতে অভিষেকের পূর্বেই বার্সালোনায় ফিরে গেলেন মেসি

| আপডেট :  ২১ আগস্ট ২০২১, ১২:৪৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ আগস্ট ২০২১, ১২:৪৭ অপরাহ্ণ

লিওনেল মেসিকে বলা হয় বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। টানা ২১ বছর বার্সেলোনায় কাটিয়েছেন এই ফুটবলাট। বার্সেলোনা আর মেসি যেনো হয়ে উঠেছিলেব একে অপরের পরিপূরক। কিন্তু আর্থিক নীতিমালার কারণে সম্প্রতি বার্সা ছাড়তে হয়েছে এই ফুটবলারকে।

তাই মাত্র কিছুদিন আগেই সব শেষ করে বার্সেলোনা ছেড়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি। ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে এখনো মাঠে নামা হয়নি এই আর্জেন্টাইন তারকার। চলতি মাসের ২৯ তারিখে পিএসজির হয়ে অভিষেক হতে পারে তার। তবে নিজের অভিষেকের আগেই আবার বার্সেলোনায় ফিরলেন একসময়ের এই নগরীর সবচেয়ে বড় জাদুকর।

শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাতে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে প্রিয় ঠিকানায় এসেছেন তিনি। তবে এবার শুধুই অল্প কয়েকদিনের জন্য। বার্সেলোনা শহরে ফিরে ক্যাস্তেলডেফেলসে নিজের বাড়িতেই থাকবেন মেসি। কিন্তু শিগগিরই আবার তাকে ফিরে যেতে হবে প্যারিসে। বার্সেলোনায় ২১টি বছর কাটিয়েছে মেসি।

প্রসঙ্গত, প্যারিসের ক্লাবে যোগ দিলেও এখনো সেখানে বাড়ি কিনেননি তিনি। প্যারিসের একটি বিলাসবহুল হোটেল অবস্থান করেছিলেন মেসি ও তার পরিবার।