প্রদীপের ফাঁ’সি হলে হ’ ত্যা করার আগে সৌমেন ১০০বার চিন্তা করতো : রুমিন ফারহানা

| আপডেট :  ১৫ জুন ২০২১, ০৫:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৫ জুন ২০২১, ০৫:০৬ পূর্বাহ্ণ

দলীয় সং’সদ সদস্য ও হুইপ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহা’না। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন , ‘প্রদীপের ফাঁ’সি হলে হ’’ত্যা করার আগে সৌমেন ১০০বার চিন্তা করতো।’

রুমিন ফারহা’না রবিবার বিকেল সাড়েটার দিকে তার টুইটারে লিখেন, ‘৬ বছরের ছেলেটাকেও ধরে গু’লি করে মারল এএসআই পুলিশ সৌমেন! যদি প্রদীপ কিংবা আকবরের ফাঁ’সি হত তাহলে কোন নাগরিক হ’’ত্যা করার আগে ১০০ বার চিন্তা করত।’

এই টুইটের নিচে তার বক্তব্যকে সমার্থন জানিয়ে অনেকে অনেক মন্তব্য করেন। হাবিব তালুকদার লিখেন, ‘আগে ছিল দেশের মালিক জনগণ, এখন বর্তমানে দেশের মালিক পুলিশ প্রশাসন; তারা মা’রতেই পারে।’ আফিফা ইসলাম ইলেনা নামে আরেকজন লিখেন, ‘বিচারহীনতার কারণেই আজ দেশের এই অবস্থা।’ আসাদুজ্জামান রকির মন্তব্য, ‘এই দেশে সব খা’রাপ কাজই সম্ভব।’

টুইটটির স্ক্রিনশর্ট নিয়ে অনেকেই অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন। সেখানে বি’ষয়টি নিয়ে তৈরি হয়েছে আলোচনা।

নীরা হক নামে একজন ফেইসবুক ব্যবহারকারী লিখেন, ‘প্রদীপ-সৌমেন এই একই গোত্রভুক্ত লোকগুলো একের পর এক ভ’য়ংকর অন্যায়-অ’পরাধ করে যাচ্ছে, কিন্তু তাদের কোন শা’স্তি হচ্ছে না। এটা খুবই উ’দ্বেগের বি’ষয়। স্বাধীন দেশে আমরা কি তাহলে পরাধীন!’

‘এখন মনে হচ্ছে আবার আমাদের সোচ্চার হতে হবে। তবে এবার প্রদীপ-সৌমেনদের বি’রুদ্ধে। না হলে এরা এই দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলবে।’ – আমিনুল ইসলামের মন্তব্য।
প্রসঙ্গত, সম্প্রতি প’রকীয়ার সম্পর্কের জেরে স্ত্রী আসমা, স’ন্তান এবং স্ত্রীর কথিত প্রেমিককে প্রকাশ্যে গু’লি করে হ’’ত্যা করেন এএসআই সৌমেন রায়