সারাদিন বসে থাকলেও এক কাপের বেশি চা বিক্রি করে না পচা মিয়া

| আপডেট :  ২৮ মার্চ ২০২২, ১২:১৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৮ মার্চ ২০২২, ১২:১৪ অপরাহ্ণ

আজ থেকে ৭০ বছর আগে ১০ পয়সা কাপে চা বিক্রি শুরু করেন পচা মিয়া। বর্তমানে পচা মিয়ার তৈরি প্রতি কাপ চায়ের দাম ২০ টাকা। চা প্রেমীদের জন্য প্রতিদিন পচা মিয়ার মাটির চুলায় তৈরি হয় ৪০ কেজির বেশি চা।

গাজীপুরের ব্যতিক্রমী চা দোকানী পচা মিয়া সারাদিনে একজন ক্রেতার কাছে এক কাপের বেশি চা বিক্রি করেন না। আর এই কারনেই গাজীপুরের কালিয়াকৈরের পচা মিয়ার চায়ের দোকানের খ্যাতি রয়েছে।

৭০ বছর ধরে চা বিক্রি করা পচা মিয়ার বর্তমান বয়স ৯০ বছর। পচা মিয়ার দোকানে সারাদিন বসে থাকলেও কোনো ক্রেতা এক কাপের বেশি যা পাবেন না – এমনটাই নাকি তার ওস্তাদের নির্দেশ।

প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চা বিক্রি চলে পচা মিয়ার দোকানে। প্রতিদিন বিক্রি হয় ৪০ কেজির বেশি চা তবে, শুক্রবার সেটি বেড়ে যায় দ্বিগুণের বেশি। সোমবার পচা মিয়ার চায়ের দোকান বন্ধ থাকে।