জানালা ভেঙে পালালেন নৌকার চেয়ারম্যান প্রার্থী!

| আপডেট :  ৬ জানুয়ারি ২০২২, ১২:৩৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ৫ জানুয়ারি ২০২২, ১০:৩৫ অপরাহ্ণ

জাল ভোট ও সিল মা’রতে বা’ধা দেওয়ায় এক প্রিজাইডিং অফিসারকে ঘু’ষি মে’রে নাক ফাটিয়ে দিয়েছে নৌকার সমর্থকরা। এ সময় সাময়িক ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছিল। পরে ওই কেন্দ্রে গেলে নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজনকে অ’বরুদ্ধ করে ভোটাররা। পরে জানালা ভে’ঙে পালান তিনি। বুধবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে নৌকা মনোনীত চেয়ারম্যান তাঁর কর্মী ইসরাফিলসহ সমর্থক নিয়ে ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাঁরা জো’র করে সিল মা’রতে চাইলে প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম বা’ধা দেন। তখন প্রিজাইডিং অফিসারের নাকে ও মাথায় ঘু’ষি মে’রে র’ক্তাক্ত করে নৌকার সমর্থকরা। বি’ষয়টি জানাজানি হলে চেয়ারম্যানসহ তাঁর কর্মী-সমর্থককে অ’বরুদ্ধ করে রাখেন ভোটাররা। অবস্থা বেগতিক হলে জানালা ভে’ঙে তারা পা’লিয়ে যায়।আ’হত প্রিজাইডিং অফিসারকে উ’দ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়।

নৌকার চেয়ারম্যান প্রার্থী সুজন বলেন, ‘আমি কেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিলাম। সেখানে প্রতিপক্ষ প্রার্থীদের লোকজন আমার ও’পর হা’মলা করতে চাইছে। আমি পা’লিয়েছি প্রিজাইডিং অফিসারের রুমে। পরে ওই রুমের দরজা ভে’ঙে ফেলার উপক্রম হলে আমার এক ছোট ভাইয়ের সাহায্যে জানালার গ্রিল দুইটা ভে’ঙে আমি কোনোমতে হেঁচড়িয়ে নেমেছি।’

এ ব্যাপারে সাভার মডেল থানায় বিরুলিয়া পুলিশ ফাঁ’ড়ির ই’নচার্জ আব্দুল কুদ্দুস বলেন, ‘কেন্দ্রে ঝামেলার কথা শুনে আমি এসেছি। এখানে পরিস্থিতি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

ইউনিয়নের রিটার্নিং অফিসার জিল্লুর রহমান রাশেদ বলেন, ‘ওই কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আ’হত প্রিজাইডিং অফিসারকে আমরা চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যালে পাঠিয়েছি।’