ইউপি চেয়ারম্যান হলেন শ্বশুর ও জামাই

| আপডেট :  ২৯ নভেম্বর ২০২১, ০৪:১২ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ নভেম্বর ২০২১, ০৪:১২ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে রোববার ইউপি নির্বাচনে শ্বশুর ও তার মেয়ের জামাই দুজনই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ দিন উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। শ্বশুর লড়েছেন মুলাডুলি ইউনিয়ন পরিষদে আর জামাই সাহাপুর ইউনিয়নে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মালিথা। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

অন্যদিকে সাহাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করেন আব্দুল খালেক মালিথার জামাই এমলাক হোসেন বাবু। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

এদিকে শ্বশুর ও জামাই দুজনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ঘটনায় উপজেলা জুড়ে বেশ আলোচনা চলছে।