হেফাজতের তিন নেতার ২১ দিনের রিমান্ড মঞ্জুর

| আপডেট :  ২১ এপ্রিল ২০২১, ০২:৪৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ এপ্রিল ২০২১, ০২:৪৭ অপরাহ্ণ

নাশকতার তিন মামলায় হেফাজত ইসলামের তিন নেতার মোট ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডে নেয়া এই তিন নেতা হলেন মুফতি শাখাওয়াত হোসাইন রাজী, মঞ্জুরুল ইসলাম আফেন্দির এবং মাওলানা কোরবান আলীর। তাদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মহানগর হাকিম মামুনুর রশীদ বুধবার (২১ এপ্রিল) শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে শাখাওয়াত হোসাইন ও মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে আদালতে হাজির করে পুলিশ।

পরবর্তীতে তাদেরকে মতিঝিলের দুই মামলা এবং পল্টন থানার এক মামলায় গ্রেফতার দেখিয়ে দশ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেক মামলায় সাত দিন করে ২১ দিনের রিমান্ড মঞ্জুর করে।

অপরদিকে, একইদিনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কোরবান আলীকেও আদালতে হাজির করা হয়। তারও ৭ দিনে রিমান্ড মঞ্জুর করেন আদালত।