হেফাজতের হরতাল সমর্থনকারীদেরও আইনের আওতায় আনার দাবি

| আপডেট :  ২১ এপ্রিল ২০২১, ০২:২২ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ এপ্রিল ২০২১, ০২:২২ অপরাহ্ণ

শুধুমাত্র হেফাজতে ইসলামের নেতা কর্মী নয় যারা হেফাজতের হরতালকে সমর্থন জানিয়েছিলো তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম (বিএসএএফ)।

সংগঠনটির প্রধান সমন্বয়ক মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী ও সমন্বয়ক শেখ জনি ইসলাম সাক্ষরিত এক বিবৃতিতে বুধবার (২১ এপ্রিল) এ দাবি জানানো হয়।

বিবৃতিতে সংগঠনটি দাবি করে, কওমি মাদরাসার কোমলমতি ছাত্রদেরকে উসকানি দিয়ে মাঠে নামিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতার আন্দোলনের নামে সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের প্রকাশ্যে হেফাজতে ইসলাম হলেও নেপথ্য নায়ক অন্য কেউ।

বিবৃতিতে তারা আরও বলে, সেই সময়ের গণমাধ্যমে প্রকাশিত খবর লক্ষ্য করলেই তা স্পষ্ট হবে, বিএনপি-জমায়াতই তাদের আন্দোলনের নেপথ্যের কারিগর ও পৃষ্টপোষক। তাই এই নেপথ্য নায়ক, কুশিলব, হেফাজতের হরতালে সমর্থনদাকারী ও পৃষ্টপোষকদের গ্রেফতার করে আইনের আওতায় আনা প্রয়োজন।