হেফাজতের সহকারী মহাসচিব গ্রেফতার

| আপডেট :  ২১ এপ্রিল ২০২১, ১২:৪২ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ এপ্রিল ২০২১, ১২:৪২ অপরাহ্ণ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব আল্লামা খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করেছে ডিবির একটি দল। তিনি একই সাথে ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জানা গেছে আজ বুধবার (২১ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে তাকে তার মোহাম্মদপুরস্থ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়প হেফাজতের প্রায় ১২ শীর্ষ নেতা গ্রেফতার হলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ২০১৩ সালে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার, ২২ এপ্রিল) তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, মোদির বাংলাদেশ আগমনের প্রতিবাদে দেশজুড়ে করা হেফাজত ইসলামের তান্ডব এবং মামুনুল হকের রিসোর্ট কান্ডের পরপরই দলটির শীর্ষ নেতাদের গ্রেফতার করা হচ্ছে।