হেফাজত নেতা কাসেমী গ্রেফতার

| আপডেট :  ২০ এপ্রিল ২০২১, ০২:০৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ২০ এপ্রিল ২০২১, ০২:০৮ অপরাহ্ণ

মামুনুল হকের পর এবার গ্রেফতার করা হয়েছে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীকে। আজ (২০ এপ্রিল) পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করেছে।

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলায় আজ বিকেলে মাওলানা কাসেমীকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে মাওলানা কোরবান আলী কাসেমীসহ হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের ১০ নেতা গ্রেফতার হলেন। এর আগে গত রোববার (১৮ এপ্রিল) হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করে পুলিশের তেজগাঁও বিভাগ। বর্তমানে মামুনুল হক সাত দিনের রিমান্ডে রয়েছেন।

এর আগে পুলিশের একটি সূত্র জানিয়েছিলো হেফাজতে ইসলামের প্রায় ৩৫ নেতা নজরদারিতে রয়েছে। এছাড়া ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।