করোনা আক্রান্ত হয়ে জি কে শামিম কারাগারে

| আপডেট :  ১৯ এপ্রিল ২০২১, ০৬:৩২ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ এপ্রিল ২০২১, ০৩:০৬ অপরাহ্ণ

ক্যাসিনো-কাণ্ডে গ্রেফতার হয়ে কারাগারে থাকা বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীম করোনায় আক্রান্ত হয়েছেন।বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম বলেন, জি কে শামীম কয়েকদিন আগে কারাগারে শারীরিকভাবে অসুস্থ হয়ে হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হলে গত তিনদিন আগে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে।

এসময় তিনি আরও জানান, জি কে শামীমের করোনা পজিটিভ আসার কারণে কারাগারের ভেতরে যে ওয়ার্ডে তিনি ছিলেন, সেই ওয়ার্ডটি লকডাউন করা হয়েছে এছাড়া কারা হাসপাতালের ওয়ার্ডও লকডাউন করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের কার্যালয়ে ক্যাসিনো বিরোধী অভিযান চালানো হলে বিপুল পরিমাণ বিদেশী মদ এবং টাকাসহ গ্রেফতার হন জি কে শামীম। গ্রেফতারের আগে তিনি সামনে-পেছনে সাতজন সশস্ত্র দেহরক্ষী নিয়ে চলতেন।