কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি

| আপডেট :  ১৯ এপ্রিল ২০২১, ০৭:২৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৯ এপ্রিল ২০২১, ০৭:২৫ পূর্বাহ্ণ

করোনাভাইরসের প্রাদুর্ভাব রোধে দেশে চলমান লকডাউন আরও আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সচিবদের সভায় সোমবার (১৯ এপ্রিল) দুপুরে এ সিদ্ধান্ত হয়। গত ১৪ এপ্রিল শুরু হওয়া সর্বাত্মক লকডাউন ২১ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল।

এর আগে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় ‘কঠোর লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়। এরপরই সোমবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভা থেকে লকডাউন বাড়ানোর এ সিদ্ধান্ত আসে।

তবে লকডাউন বাড়ানোর এ ঘোষণার কিছু সময় আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তাভাবনা করছে। তবে একইসাথে জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করছে।

প্রসঙ্গত, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় রোববার (১৮ এপ্রিল) রাতে করোনা সংক্রমণ এর অবস্থা ও প্রতিরোধে গৃহীত পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সারাদেশে কোভিড-১৯ এর উচ্চ সংক্রমণ ও ক্রমবর্ধমান মৃত্যুতে সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং টানা ২ সপ্তাহ লকডাউন ঘোষণা না করলে কোনো কার্যকর ফলাফল পাওয়া যাবে না বলা হয়।