সাত দিনের রিমান্ডে মামুনুল হক

| আপডেট :  ১৯ এপ্রিল ২০২১, ০৬:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৯ এপ্রিল ২০২১, ০৬:৩৫ পূর্বাহ্ণ

সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে মামুনুল হককে আদালতে তোলা হয় এবং পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদাোলত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

এদিকে, জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে মামুনুল হককে ডিবি কার্যালয়ে রাখা হবে এবং সেখানেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।

প্রসঙ্গত, রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে রোববার (১৮ এপ্রিল) দুপুরে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।
মামুনুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ জানান, ২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে হেফাজত। এর পরিপ্রেক্ষিতে সারা দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুরসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মামুনুলের বিরুদ্ধে অজস্র মামলা রয়েছে।