জরুরি বৈঠকে বসছেন হেফাজত নেতারা

| আপডেট :  ১৮ এপ্রিল ২০২১, ০২:২৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৮ এপ্রিল ২০২১, ০২:২৭ অপরাহ্ণ

গত কয়েকদিন যাবৎ একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে হেফাজতে ইসলামের নেতাদের। গতকাল (১৭ এপ্রিল) দলটির ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হবীবকে গ্রেফতারের পর আজ (১৮ এপ্রিল) গ্রেপ্তার করা হয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে।

আর এই গ্রেপ্তারের পর জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন সংগঠনটির নেতারা। আজ সন্ধ্যায় অনলাইনে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক হাটহাজারী মাদরাসার এক হেফাজত নেতা বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৮ এপ্রিল) ইফতার শেষে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এই নেতা আরও জানান, বৈঠকে মূলত দলের করণীয় কী হতে পারে, তা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি হেফাজত কি সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে নাকি সমঝোতার মাধ্যমে সাম্প্রতিক সময়ের ধকল সামলাবেন, সেসব বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া, বৈঠক শেষে হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী জাতির উদ্দেশে বক্তব্য দেবেন।