জুনায়েদ আল হাবীবকে গ্রেফতারের পর যা বললেন মামুনুল হক

| আপডেট :  ১৭ এপ্রিল ২০২১, ০৪:৪১ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৭ এপ্রিল ২০২১, ০৪:৪১ অপরাহ্ণ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তক হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে গ্রেফতারের ঘটনাকে অযাচিত এবং কাপুরুষোচিত ঘটনা হিসেবে উল্লেখ করেছেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক।

জুনায়েদ আল হাবীব গ্রেফতারের কিছু সময় পর নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে এ কথা বলপন মামুনুল হক। ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও বলেন, লকডাউনটাকে এভাবে প্রহসনে পরিণত করে জনগণকে খুব বাজে একটা বার্তা দেয়া হল।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মা’ওলানা জুনায়েদ আলহাবীব এবং সহকারী মহাসচিব মা’ওলানা জালাল উদ্দীনকে আ’ট’ক করেছে! লকডাউনটাকে এভাবে প্রহসনে পরিণত করে জনগণকে খুব বাজে একটা বার্তা দেয়া হল। এটা কাপুরুষোচিত ও অযাচিত।’

প্রসঙ্গত, ১৭ এপ্রিল হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে গ্রে’ফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পু’লিশ (ডিবি)। এনিয়ে হেফাজতের সাতজন কেন্দ্রীয় নেতাসহ সারাদেশে প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রে’ফতার করা হলো।