হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জালাল গ্রেফতার

| আপডেট :  ১৭ এপ্রিল ২০২১, ০৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৭ এপ্রিল ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ণ

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদ হিসেবে দেশজুড়ে তান্ডব চালিয়েছিলো হেফাজতে ইসলাম। এর জেরে বেশকিছুদিন ধরেই গ্রেফতার করা হচ্ছে দলটির নেতা-কর্মীদের। আর এবার গ্রেফতার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মা’ওলানা জালাল উদ্দিনকে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে। ডিএমপির অ’তিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার শনিবার (১৭ এপ্রিল) দুপুরে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ডিবির একটি টিম রাজধানীর মোহাম্মদপুর থেকে মাওলানা জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে আনার প্রক্রিয়া চলছে।’

প্রসঙ্গত, এর কিছুদিন আগে ২০১৩ সালের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।