একজন ম’ওলানার অ’ধঃপতন দেখে ই’সলামকে গা’লম’ন্দ করা মূর্খতা

| আপডেট :  ১৬ এপ্রিল ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৬ এপ্রিল ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ণ

‘স্ত্রীকে সন্তুষ্ট করতে, স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের দেওয়া এমন বক্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

ব্যাপক সমালোচনায় অবশেষে এমন বক্তব্য সম্বলিত ভিডিও মামুনুল তার ফেসবুক পেইজ থেকে সরিয়ে ফেলেন। এ ইস্যুতে মামুনুল হককে গালি দেওয়ার পাশাপাশি ইসলাম ধর্মকেও গালমন্দ করে অনেকে।

এ ব্যাপারে ফেইজবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘একজন মওলানার অধঃপতন দেখে ইসলাম ধর্মকে গালমন্দ করা মূর্খতা বা শয়তানী কাজ। একজন মওলানার অধঃপতনকে ইসলাম ধর্মের কথা বলে যৌক্তিকতা দেওয়া তেমনি একটি মূর্খতা বা শয়তানী কাজ। ’ আসিফ নজরুল, রাজনৈতিক বিশ্লেষক (ফেসবুক থেকে)