খালেদা জিয়ার জন্য আইসিইউ বুক

| আপডেট :  ১২ এপ্রিল ২০২১, ০৭:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১২ এপ্রিল ২০২১, ০৭:৪৮ পূর্বাহ্ণ

দেশে সাম্প্রতিক সময়ে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এর মাঝেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল (১২ এপ্রিল) স্বাস্থ্য অধদপ্তর এবং বিএনপির পক্ষ থেকে তার করোনা আক্রান্ত হওয়ার সংবাদ নিশ্চিত করা হয়েছে। আর এবার এই নেত্রীর জন্য বুক করা হয়েছে আইসিইউ বেড।

জানা গেছে, চিকিৎসকরা খালেদা জিয়াকে হাসপাতালে রেখে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। একারণে খালেদা জিয়ার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনা ইউনিটে কেবিন বুক করা হয়েছে। সেখানে আইসিইউসহ সব ধরনের সুবিধা থাকছে।

এদিকে, নেত্রী করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই দলীয় নেতা-কর্মীদের মাঝে চিন্তার ভাজ দেখা দিয়েছে। তবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১২ এপ্রিল এক সংবাদ সম্মেলনে জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

আইসিইউ বুক করার বিষয়ে চিকিৎসকেরা বলছেন, দিন দিন করোনা রোগী বাড়ছে। অল্প সময়ের মধ্যে আইসিইউ–সুবিধা পাওয়া নিয়ে গণমাধ্যমে নানা খবর আসছে। ফলে আগে থেকেই একটি আইসিইউ বেড ও কেবিন বুক করে রাখা হয়েছে।