হেফাজতের শীর্ষ ৪ নেতা গ্রেপ্তার

| আপডেট :  ১২ এপ্রিল ২০২১, ০৭:২৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১২ এপ্রিল ২০২১, ০৭:২৭ পূর্বাহ্ণ

সম্প্রতি নারায়ণগঞ্জর সোনারগাঁয়ের একটি রিসোর্টে স্থানীয়দের কর্তৃক নারীসহ অবরুদ্ধ হয়েছিলেন হেফাজত ইসলামে বাংলাদেশের নেতা মামুনুল হক। এর জেরে ওই রিসোর্টে ভাঙচুর চালানোসহ মহাসড়কে নাশকতা সৃষ্টি করে হেফাজতের সমর্থকরা।

আর এ ঘটনায় হওয়া মামলায় প্রধান আসামিসহ ৪ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার সন্ধ্যায় রাজধানীর জুরাইন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, প্রধান আসামি হেফাজত ইসলামের নেতা মাওলানা ইকবাল, মাওলানা মহিউদ্দিন, মাওলানা মোয়াজ্জেম ও মাওলানা শাহজাহান শিবলী।

র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা মামলার এজাহারভুক্ত ১, ২, ৪ ও ৬ নম্বর আসামি। তিনি এসময় আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাওলানা মহিউদ্দিন ও মাওলানা ইকবাল হেফাজত ইসলামের বড় নেতা। গ্রেপ্তারকৃত এই ৪ নেতাকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।