১২ ও ১৩ এপ্রিল নিয়ে ধোঁয়াশা কাটলো

| আপডেট :  ১১ এপ্রিল ২০২১, ০৬:০৩ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১১ এপ্রিল ২০২১, ০৬:০৩ পূর্বাহ্ণ

দেশে হঠাৎ করেই বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। সংক্রমণ রোধে প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছিলো সরকার। আজ (১১ এপ্রিল) শেষ হচ্ছে এক সপ্তাহের লকডাউন। এর মধ্যেই ঘোষণা এসেছে ১৪ তারিখ থেকে দ্বিতীয় দফায় লকডাউনের। তাই ধোঁয়াশা ছিলো ১২ এবং ১৩ এপ্রিল নিয়ে। অবশেষে কাটলো সেই ধোঁয়াশা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল। অর্থাৎ আগের মতই এই সময়েও বন্ধ থাকবে আন্তঃজেলা পরিবহন। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শুধুমাত্র মহানগরের অভ্যন্তরে গণপরিবহন চলবে।