এবার খুলে দেয়া হচ্ছে শপিংমল ও দেকানপাট

| আপডেট :  ৮ এপ্রিল ২০২১, ০৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৮ এপ্রিল ২০২১, ০৮:২৭ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধের অংশ হিসেবে গত রবিবার থেকে সারাদেশে ঘোষণা করা হয়েছিকো সাত দিনের লকডাউন। তবে এর মাঝেই গত ৬ এপ্রিল থেকে সকল সন্ধ্যা ৬ টা পর্যন্ত আন্তঃনগর গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়। আর গণপরিবহনের পর এবার খুলে দেয়া হচ্ছে শপিংমল এবং দোকানপাটও।

আগামীকাল শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে। এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে জানিয়েছিলেন,

ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার সড়কে বুধবার (৭ এপ্রিল) থেকে সকাল ৬টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে।