বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১০:৪৭ অপরাহ্ন
‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলামকে নেত্রকোণা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান বুধবার (৭ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রাজধানীর মতিঝিলে মোদি বিরোধী বিক্ষোভে গত ২৫ মার্চ পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। কিন্তু আটক হওয়ার কয়েক ঘণ্টা পরই তাকে মুক্তি দেয়া হয়। আর মুক্তির পর পরই একটি ফেসবুক লাইভে এসেছিলেন তিনি।
মুক্তির পর ফেসবুক লাইভে এসে তিনি বলেছিলেন তিনি কাউকে দেখানোর জন্য মতিঝিলে যাননি। বাংলাদেশে আসবে, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হবে, সেটা দেখতে একজন মুসলমান হিসেবে খারাপ লাগবে তাই গিয়েছিলেন।
প্রসঙ্গত, রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোণায়। তার বয়স ২৫। তিনি নেত্রকোণার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালক।