বাড়ি লকডাউন করতে গিয়ে জানা গেল রোগী ধান কাটতে গেছেন

| আপডেট :  ৫ এপ্রিল ২০২১, ০১:১৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ৫ এপ্রিল ২০২১, ০১:১৩ অপরাহ্ণ

বেশ কিছুদিন যাবৎ জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন ৬৫ বছর বয়ষ্ক একটি ব্যক্তি। করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার পর ফলাফল পজিটিভ আসে ওই ব্যক্তির। কিন্তু চিকিৎসক-পুলিশ সংক্রমিত ব্যক্তির বাড়ি লকডাউন করতে গিয়ে দেখেন ওই ব্যক্তি বোরো ধান কাটতে পাশের হাওরে চলে গেছেন।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জায়ফরনগর গ্রামের এক বাসিন্দা (৬৫) সর্দি-জ্বরে ভুগছেন। এ অবস্থায় ১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা পরীক্ষা করান। গতকাল রোববার বিকেলে রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু প্রশাসনের ওই বাড়ি লকডাউন করতে গিয়ে আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে পায় নি।

পরবর্তীতে ওই ব্যক্তির ছোট ভাইকে পাঠানো হয় তাকে বাড়ি ফিরিয়ে আনতে এবং পরিবারের লোকদেরকে নির্দেশ দেয়া হয় ১৪ দিন বাইরে না বেরোতে। এ ছাড়া ওই বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমরজিৎ সিংহ বলেন, বাড়ি ফেরার পর ওই ব্যক্তি যাতে হোম আইসোলেশনে থাকেন, সে ব্যাপারে স্বজনদের বুঝিয়ে বলা হয়েছে। এ নির্দেশ না মানলে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।