ঈমানের সাথে মৃত্যু চেয়ে পদত্যাগ করলেন যুবলীগ নেতা

| আপডেট :  ৪ এপ্রিল ২০২১, ০৩:৪৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ৪ এপ্রিল ২০২১, ০৩:৪৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী বলেছেন, একটা নীতি ও আদর্শ নিয়ে ছাত্রলীগ- যুবলীগকে পরিচালিত হতে হবে। এর মাধ্যমেই আগামীতে দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্ব পাওয়া যাবে। আগামী দিনের নেতৃত্ব যেন প্রজন্মের পর প্রজন্মের একটি ধারাবাহিকতায় আসে। তবে বাস্তবতা ভিন্ন।

নতুন খবর হচ্ছে, কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওবাইদুর রহমান নীল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন।

আজ রবিবার সকালে তিনি তার ব্যবহৃত ফেসবুক আইডিতে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করার বিষয়ে পোস্ট দেন। এ ঘটনার পর থেকে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।