বায়তুল মোকাররমে আজ কোনো সভা-বিক্ষোভ করতে দেয়া হবে না

| আপডেট :  ২ এপ্রিল ২০২১, ০৫:৫০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২ এপ্রিল ২০২১, ০৫:৪৬ পূর্বাহ্ণ

দেশে করোনা পরিস্থিতির অবনতি ও সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকার বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধে সামাজিক-ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। আর এ কারণে আজ বায়তুল মোকারমের দুই পাশে সভা সমাবেশ বা জমায়েত করতে দেয়া হবে না।

হেফাজতে ইসলামের ২৬ ও ২৭ মার্চের ঘটনা এবং সেই ঘটনায় নি’হ’তদের স্মরণে আজ শুক্রবার বাদ জুম্মা রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে বি’ক্ষো’ভ মিছিল করার ঘোষণা দিয়েছে হে’ফাজতের নেতারা।

কিন্তু স্বাস্থ্যবিধি এবং ক’রোনা প’রিস্থিতির কারণে আইন প্রয়োগকারী সংস্থা হে’ফাজতের ওই কর্মসূচি করতে দেবে না বলে জানা গেছে। তবে হে’ফাজতের পক্ষ থেকে এই কর্মসূচি বাতিলের কোনো ঘোষণা দেয়া হয়নি।

যদিও দেশের করোনা পরিস্থিতির কারণে আওয়ামী লীগ, বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল বাইরের কর্মসূচি স্থগিত করেছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত

এ ধরনের কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলগুলো। কিন্তু হেফাজত দেশের চলমান করোনা পরিস্থিতির কারণে তাদের কর্মসূচি থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।