মামুনুলকে গ্রে’ফতার না করলে সোমবার ‘হ’র’তাল’

| আপডেট :  ১ এপ্রিল ২০২১, ০১:৪৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ এপ্রিল ২০২১, ০১:৪০ অপরাহ্ণ

হে’ফাজতের কে’ন্দ্রীয় নেতা মা’ওলানা মামনুল হক ও না”শকতায় অ’ভিযু’ক্তদের গ্রে”ফতারে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি।

আগামী রোববারের (০৪ এপ্রিল) মধ্যে তাকে (মামনুল হক) গ্রে”ফতার করা না হলে সোমবার (০৫ এপ্রিল) সকাল-সন্ধ্যা হ’রতাল কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (০১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ ঘোষণা দেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।

তিনি জানান, জ্বা”লাও পো’ড়াও করে রা’ষ্ট্রীয় সম্পদ ন”ষ্টের কোনও সুযোগ নেই ই’সলামে। ই’সলামের স্বার্থ বা ই’সলামিক কোনও দা’বি আদা’য়ের ক্ষেত্রে ই’সলামের প্রকৃত দৃষ্টিভঙ্গি ও শান্তিপূর্ণ পদ্ধতি অনুসরণ করা উচিত। দেশের ই’সলামী ধর্মীয় দলগুলোকে এক্ষেত্রে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন দলটির চেয়ারম্যান।

হ’রতালের ঘোষণা দিয়ে মা’ওলানা মো. ইসমাইল হোসাইন জানান, সোমবারের হ’রতাল ক’ঠোরভাবে পালন করা হবে। ওইদিন রিকশা-সাইকেলও চলতে দেয়া হবে না। একইসঙ্গে মা’ওলানা মামনুল হকের বাড়ি ঘেরাওয়ের হুঁ’শিয়ারি দিয়েছেন ই’সলামী দলটির চেয়ারম্যান।