যেভাবে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন

| আপডেট :  ৩০ মার্চ ২০২১, ১১:১৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩০ মার্চ ২০২১, ১১:১৬ পূর্বাহ্ণ

মানুষের সৃষ্টির শুরু থেকেই রয়েছে প্রেমের অস্তিত্ব। তাই প্রেমকে বলা হয় অবিনশ্বর। সাধারণত দু’জন মানুষের পরষ্পরের প্রতি ভালো লাগা থেকে একটি সম্পর্কের শুরু হয়, যা একসময় রূপ নেয় ভালোবাসায়।

তবে বেশিরভাগ সময়েই এই সম্পর্কের শুরুর দিকের সহজে হয় না। অনেকেই দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যান তিনি সত্যিই প্রেমে পড়েছেন কিনা। তাই আজকের আয়োজনে থাকছে এমন কিছু লক্ষণ নিয়ে আলোচনা যেগুলো থেকে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন কিনা

১. সবসময় কথা বলার ইচ্ছে: যদি কারও সাথে সবসময় কথা বলতে ইচ্ছে হয়। ভালো খারাপ সবকিছু তাকে জানাতে ইচ্ছে হয়, তাোর একটি ফোন বা মেসেজে মুহূর্তেই সকল অবসাদ, ক্লান্তি দূর হয় তাহলে বুঝবেন আপনি ওই ব্যক্তির প্রেমে পড়েছেন।

২. দেখার ইচ্ছে: যদি কাউকে দেখার পর ভালো লাগার অনুভূতি তৈরি হয় এবং সবসময় শুধুমাত্র তাকে দেখতে মন ইচ্ছে হয়, এমনকি তার অনুপস্থিতিতেও তার ছবি বারবার দেখেন তাহলে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন।

৩. অনুপস্থিতিতে কষ্ট পাওয়া: যদি তার অনুপস্থিতি আপনাকে কষ্ট দেয়। তাকে কিছুসময় না দেখলেই তাকে মিস করেন তবে বুঝবেন তার প্রেমে পড়েছেন।