যেসব লক্ষণে বুঝবেন সন্তান মিথ্যা বলছে

| আপডেট :  ২৯ মার্চ ২০২১, ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৯ মার্চ ২০২১, ১০:১৮ পূর্বাহ্ণ

কোনো পিতা-মাতাই চান না সন্তানরা মিথ্যা বলুক। কিন্তু সন্তানরা অনেক সময় বুঝে বা না বুঝে মিথ্যা কথা বলে ফেলে। এমনকি অনেক সময় সেই মিথ্যা কথা বলা অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে। তাই সন্তান মিথ্যা বলছে কিনা এ বিষয়ে সবসময় সতর্ক থাকা জরুরি। আর সন্তান মিথ্যা বলছে কি না তার আচরণ লক্ষ করেই এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব। আর আজকের আয়োজনে থাকছে এমন কিছু আচরণ নিয়েই আলোচনা

আই কন্ট্যাক্ট না করা: সন্তান
যখনই কোনো বিষয় নিয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারবে না তখনই বুঝতে পারবেন সে মিথ্যা বলছে।

তোতলানো: মিথ্যা বলার সময় সাধারণত আত্মবিশ্বাসের সাথে কেই বলতে পারে না। তাই সন্তান যদি কথা বলার সময় তোতলায় তাহলে বুঝে নিবেন সে মিথ্যা বলছে।

বারবার বলা: শিশুরা যা বলছে তা পুনরায় বলবে- অর্থাৎ বারবার বলার চেষ্টা করবে যদি মিথ্যা বলে।

আত্মরক্ষামূলক কথা বলা: সন্তান যদি মিথ্যা বলে তাহলে আত্মরক্ষামূলক বিভিন্ন কথা বলে নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করবে।

অস্থিরতা: শিশু মিথ্যা বললে তার মধ্যে অস্থির ভাব ফুটে উঠবে।