আলহামদুলিল্লাহ ধরা পরে গেছি, সমস্যা নেই, মরতেও রাজি আছি তবুও মোদি আসতে পারবে না: রফিকুলের স্ট্যাটাস

| আপডেট :  ২৫ মার্চ ২০২১, ০১:২৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৫ মার্চ ২০২১, ০১:২৮ অপরাহ্ণ

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন বিরোধী বিক্ষোভ থেকে পুলিশ শিশুবক্তা রফিকুল ইসলাম নেত্রকোণা গ্রেপ্তার করে। এর পর সামাজিক যোগাযোগের মাধ্য ফেসবুকে তিনি এক পোস্টে এ মন্তব্য করেন।

এ পোস্টের দু’মিনিট পর তিনি তার ফেসবুক থেকে লাইভে আসেন। লাইভে দেখা যায় তাকে ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তার সঙ্গে আরো কয়েকজন সহযোদ্ধা।

এ সময় তিনি লাইভে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী! আপনার দেখছেন, পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে প্রিজনভ্যানে নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, ‘আমরা বলতে চাই, আমরা দেশের বিরুদ্ধে নই এবং ইসলামের বিরুদ্ধে না। আমাদেরকে পুলিশ ভাইয়েরা আঘাত করেছে।

আমরা তাদেরকে বলবো, আমাদের আঘাত করা আর দেশকে আঘাত করা একই কথা। আমরা দেশের বিরুদ্ধে নই এবং ইসলামের বিরুদ্ধে নয় আমরা মোদির বিরুদ্ধে ’।