টিভিতে নিয়োগ পেয়েছি শুনে কেঁদেছিলাম : তাসনুভা

| আপডেট :  ৭ মার্চ ২০২১, ০৫:২৪ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৭ মার্চ ২০২১, ০৫:২৪ পূর্বাহ্ণ

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ওইদিন দুপুরে ঘটতে যাচ্ছে এক অভূতপূর্ব ঘটনা, যা বাংলাদেশের টেলিভিশনে আগে কখনও ঘটেনি। সেদিন বৈশাখী টেলিভিশনে তাসনুভা আনান শিশির নামের এক রূপান্তরিত নারী সংবাদ পাঠ করবেন।অভূতপূর্ব এ ঘটনায় যেমন আনন্দিত বৈশাখী টেলিভিশন পরিবার, একইসঙ্গে খুশি তাসনুভা আনান।

এখন কেমন অনুভব করছেন, এমন প্রশ্নে শিশির আজ শনিবার সকালে এনটিভি অনলাইনকে বলেন, ‘নিয়োগ পাওয়ার খবরটি শুনেই আমি কেঁদেছিলাম। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। বৈশাখী পরিবারের প্রতি আমি চির কৃতজ্ঞ।’

বৈশাখী টেলিভিশনের জনসংযোগ কর্মকর্তা দুলাল খান এনটিভি অনলাইনকে বলেন, ‘নারী দিবসকে কেন্দ্র করে একজন বিশেষ নারীকে দিয়ে আমরা সংবাদ বুলেটিন করব। এটা বেশ ভালো লাগার। আমরা খুশি। আমরা চাই নারীরা এগিয়ে যাক, বিশেষ করে সমাজের অবহেলিত নারীরা।

সে ভাবনার জায়গা থেকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’দুলাল খান আরও বলেন, ‘বৈশাখী টেলিভিশন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরে সংবাদে তাসনুভাকে যুক্ত করতে পেরে আমরা দারুণ খুশি। এ ধরনের ঘটনা স্বাধীনতার ৫০ বছরে দেশে আগে কখনও ঘটেনি। এটি নজিরবিহীন দৃষ্টান্ত, যার সহযাত্রী হবেন তিনি।’

এ জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘একইভাবে আমরা আমাদের বিনোদন বিভাগের নিয়মিত নাটকের মূল চরিত্রগুলোর একটিতে যুক্ত করেছি আরেকজন রূপান্তরিত নারীকে। তাঁর নাম নুসরাত মৌ। তাঁকে পর্দায় দেখা যাবে আন্তর্জাতিক নারী দিবসের রাতে।’