আর কোন দিন অভিনয়ে ফেরা হবে না এটিএম শামসুজ্জামানের

| আপডেট :  ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২২ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৯ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অ’ভিনেতা এটিএম শামসুজ্জামান। যার অ’ভিনয় দক্ষতা কেড়ে নিয়েছে কোটি ভক্তের হৃদয়। দীর্ঘসময় তিনি অ’ভিনয় করেছেন। তবে অ’ভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করলেও আর ফেরা হচ্ছে না তার।

রাজধানীর জু’রাইন ক’বরস্থানে স’মাহিত করা হবে খ‌্যাতিমান অভিনেতা এটিএম শা’মসুজ্জামানকে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় শেষ নিঃ’শ্বাস ত্যা’গ করেন তিনি। তার ছোট ভাই সালেহ জামান জানান, শনিবার জোহরের পর জা’নাজা শেষে এটিএম শা’মসুজ্জামানকে জু’রাইন ক’বরস্থানে তার বড়

ছে’লে কা’মরুজ্জামান কবিরের পাশে সমা’হিত করা হবে।প্রসঙ্গত, ২০১২ সালের ১৩ মার্চ এটিএম শা’মসুজ্জামানের পুরানো ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্র নাথ ঘো’ষ লে’নের বাসায় ছোট ছে’লে এটিএম খ’লিকুজ্জামান কু’শলের হা”তে খু /’ন হন বড় ছে’লে কা’মরুজ্জামান কবির। ওই ঘটনায় এটিএম শা’মসুজ্জামান

ছোট ছে’লের বি’ রু’দ্ধে সূত্রাপুর থানায় হ’’… মা’ম’লা করেন। ২০১৪ সালে এ মা’ ম’লায় কু’শলের যা”বজ্জী’বন কা/ ‘রাদ’ণ্ড দেন ঢাকার এক ন’ম্বর দ্রু’ত বি’চার ট্রা’ইব্যুনাল। এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজগর আলী হাসপাতা’লে ভর্তি করা হয় তাকে। হ’ঠাৎ তার

অ’ক্সিজেন লেভেল কমে যায়। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বি’ ষক’ন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন।

প্রথম দিকে কৌ’তুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় তার আগমন ১৯৬৫ সালে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খ’লনায়কের চ’রিত্রে অ’ভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।