বিশ্বকে তাক লাগিয়ে ভ’য়’ঙ্কর সব অ’স্র তৈরিতে সফল তুরস্ক

| আপডেট :  ১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪০ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৪ অপরাহ্ণ

HGK Guidance Kit(Bomb): HGK-82 হলো তুরস্কের এয়ারফোর্স র জন্য একটি Guidance Kit বা সহজভাবে বললে Bomb,এটির সম্পূর্ণতা নাম Hassas Güdüm Kiti.এটি ডেভেলপড করেছে তুরস্কের Tubitak Sage এবং সাথে ছিল তুরস্কের ডিফেন্স জায়ান্ট এসেলসান।

এটি তুরস্কের অ’স্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ইঙ্গিত বহন করে,আপনি অ’স্ত্রের জন্য পশ্চিমা বিশ্বের উপর সম্পুর্ণ নির্ভরশীল হলে যু’দ্ধের সময় তারা আপনাকে প্রয়োজনীয় আর্মস সাপ্লাই নাও দিতে পারে,আর মু’সলিম দেশ হলে তো এটি হওয়া খুবই সাধারণ।

HGK-82 হলো একটি All Weather Capability Precision Strike Guidance Kit,এটি মূলত তুরস্কের F-16 Fighting Falcon এবং F-4 তে ব্যবহার করা হয়।তুরস্কের প্রে’সিডেন্ট এরদোয়ান এই গাইডেন্স কিটে স্বাক্ষর করে।

যু’দ্ধবিমানের জন্য বোম্ব অপরিহার্য,আর তুরস্ক তাদের বহরে যুক্ত করেছে অসংখ্য বোম্ব,এর মধ্যে কনক্রিট ভেদ করা Minyatur Bomb,MAM-L,MAM-C,HGK-82 উল্লেখযোগ্য।

তুরস্ক HGK-82 ছাড়াও
HGK-83,84
KGK-82,83
HGK-ER(Extended Range)

Laser Guidance Kit-LGK
LGK-84
MAM-C
Minyatur Bomb
MKE Aircraft Bombs
NEB-84

Penetrator Bomb
Togan
SARB-83
MAM-L
Teber Laser Guidance Kit ইত্যাদি।

চলুন আমরা এই HGK-82 র কিছু বৈশিষ্ট্য চেনে নিই-
i.মাল্টি-শট ক্যাপাবিলিটি
ii.Retargeting Capability
iii.All Weather ও Day-Night আ’ঘাত হানতে সক্ষম।
iv.Precision Hit Capability

চলুন এটির স্পেসিফিকেশন জেনে আসি-

টাইপ-Guidance Bomb
প্রস্তুতকারী প্রতিষ্ঠান-Tubitak Sage ও Aselsan
অপারেশনাল রেঞ্জ-২৮ কি.মি.
একুরেসি-৬ মি. উইদ Inertial Guidance System/GPS Guidance সিস্টেম।

আজ তুরস্কের ডিফেন্স ইন্ড্রাস্ট্রির প্রধান HGK-82 বোম্ব র একটি ধ্বং’সাত্মক ভিডিও ফুটেজ প্রকাশ করে,ভিডিও ফুটেজটিই প্রমাণ করে তুরস্কের সা’মরিক শক্তিতে উথান,ভিডিও ফুটেজটি ১ম কমেন্টে দিলাম।