নায়ক নয়, লেখক হিসেবে অটোগ্রাফ দিচ্ছি : ফেরদৌস

| আপডেট :  ৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ণ

নায়ক ফেরদৌস আহমেদ। অভিনয় ছাড়া মডেল ও উপস্থাপক হিসেবেও বেশ খ্যাতি তার। এবার নতুন পরিচয়ে হাজির হলেন তিনি। অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে চিত্রনায়ক ফেরদৌস আহমেদের লেখা প্রথম বই ‘এই কাহিনি সত্য নয়’। বইটি কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার সময় কিছু স্মৃতি ও কিছু কল্পনার মিশেলে লেখা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত এ বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী মাসুক হেলাল।

বইমেলায় এসে ফেরদৌস সংবাদমাধ্যমকে বলেন, ‘বইমেলায় এসে স্মৃতিকাতর হয়ে পড়েছি। ফিরে গেছি অনেক পেছনে। এখানে এসে বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের কথাও মনে পড়ছে।’

তিনি বলেন, ‘মেলার তৃতীয় দিনে এত ভিড় দেখতে পাব ভাবিনি। সবাই যদি বই কিনতেন তাহলে মেলায় বই থাকত না। তারপরও তারা বইয়ের সান্নিধ্যে আছেন—এটাও বড় বিষয়। আমি বই মেলায় এসেছি নায়ক হিসেবে নয়, লেখক হিসেবে।’

এদিন বইটির মোড়ক উন্মোচন শেষে ফেরদৌস ভিড় ঠেলে চলে আসেন ‘প্রথমা’র প্যাভিলিয়নে। বেড়ে যায় ভিড়। মেলায় এসে জনপ্রিয় এই নায়ককে পেয়ে ভীষণ খুশি পাঠকেরা। প্রিয় নায়কের সঙ্গে ছবি তুলতে চাইলে ভিড় আরও বাড়ে। সেলফির পাশাপাশি বইয়ের অটোগ্রাফ দিতে হিমশিম খেতে হয় তাকে।

‘কেমন লাগছে অটোগ্রাফ দিতে?’—ফেরদৌস বলেন, ‘নায়ক হিসেবে অটোগ্রাফ অনেক দিয়েছি। বই মেলায় এসে লেখক হিসেবে অটোগ্রাফ দিতে পেরে খুব ভালো লাগছে। এই আনন্দের কথা বলে শেষ করা যাবে না।’