দেখো তোমার শাড়িতে আমি হলুদিয়া পাখি হয়ে গেছি: পরীমণি

| আপডেট :  ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ণ

বাংলা সিনেমার আকর্ষনীয় ডানাকাটা নায়িকা পরীমণি। সোশাল মিডিয়া ফেসবুকে নিয়মিত পোস্ট দিয়ে আপডেট থাকেন সব সময়। নিজের সিনেমার প্রচার এবং ব্যক্তি জীবন নিয়ে খোলামেলা আলোচনায় দ্বিধা করেন না তিনি। রাজের সাথে বিয়ে, সন্তানের জন্ম এবং সম্পর্কের টানাপোরেন সব কিছুই ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আনেন তিনি।

আজ ১৮ জানুয়ারি তাঁর ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন হালের জনপ্রিয় এই নায়িকা। হলুদ শাড়ি পড়ে তোলা কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেন, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন এর আজকের প্রমোশনাল লুক। HUR nusrat আপু দেখো তোমার শাড়িতে আমি হলুদিয়া পাখি হয়ে গেছি একদম।

ব্র্যান্ড প্রমোটার নুসরাত আক্তার লোপার দেয়া শাড়ি পড়ে মূলত তাকে উদ্দেশ্য করেই ফেসবুকে পোস্ট দেন পরী। হলুদ শাড়িতে দেখতে হলুদিয়া পাখির মত লাগছে পরীকে।

তাঁর পোস্টে অনেক শুভাকাংখী কমেন্ট করেছেন। সেই সাথে কমেন্ট করেছেন ব্র্যান্ড প্রমোটার নুসরাত আক্তার লোপা ও। তিনি লেখেন, অনেক ভালোবাসা নিও। যারা এই মেয়েটার সাথে মেশেন নি তারা জানেন না ওর মন টা কতো সুন্দর আর বড়। ওর জায়গায় থাকলে হয়তো মানুষ ভাবতো আমি কেনো এই ছোট উপহার নিয়ে পোস্ট দিবো। সে এই নগন্য উপহার কে হৃদয়ে নিয়েছে। আপনারা নিজের চোখে দেখুন। বাইরে আমাদের জীবনে আমাদের অনেক গল্প থাকে। অনেক কারন সেই গল্পের। কিন্তু মানুষটার অন্তর টা কেমন সেটাই আসল।

কমেন্টের জবাবে ভালোবাসার ইমুজি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন পরীমণি।

এছাড়াও মোনামি তারিন লিখেছেন, একদম ঠিক বলেছেন আপু…আমরা মানুষের বাহির টা দেখে মানুষ কে বিচার করি কিন্তু অন্তরের খবর কেউ রাখি না। পরীমনির জন্য অনেক আদর আর ভালোবাসা রইলো।

উল্লেখ্য, ২০২৩ সালের প্রথম মাসেই (২০ জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ড. মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্রটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পরীমণি।