নায়িকা না, মায়ের মতো অভিনেত্রী হয়ে উঠতে চাই: রোদেলা টাপুর

| আপডেট :  ১০ জানুয়ারি ২০২৩, ১০:২০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১০ জানুয়ারি ২০২৩, ১০:২০ পূর্বাহ্ণ

গত বছর ১১ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তরুণ অভিনেত্রী রোদেলা টাপুরের ‘দেশান্তর’ সিনেমা। নায়িকা হিসেবে অভিষেক হলো তাঁর। তিনি অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার মেয়ে। পড়াশোনার কারণে ভারতের দার্জিলিং ছিলেন। ডিসেম্বরে ছুটিতে দেশে এলেও বড় পর্দায় নিজেকে দেখার আফসোসটা ছিলই। কারণ, সেই সময়ে ঢাকা ও আশপাশের কোনো শহরেই সিনেমাটি তখনো আর বড় পর্দায় চলছিল না। দেখার সুযোগও হচ্ছিল না। অবশেষে অপেক্ষার পালা ফুরাল নারায়ণগঞ্জে।

টাপুর বলেন, ‘দেশে ফেরার পর থেকেই আমি খুব আগ্রহী হয়েছিলাম সিনেমাটি দেখতে। অনেকেই প্রশংসা করছিল। কিন্তু আমি আসার পরে ঢাকার প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ ছিল না। প্রায় এক মাস অপেক্ষার পরে অবশেষে সুযোগ পেলাম। হঠাৎ পরিচালক জানালেন নারায়ণগঞ্জের সিনেস্কোপে সিনেমাটি মুক্তি পাচ্ছে। শোনার পরেই গত শনিবার মা–বাবা, মামাসহ পরিবারের প্রায় সবাইকে নিয়ে সিনেমাটি দেখেছি। প্রথমবার নিজের অভিনীত সিনেমা পুরোটা দেখলাম। আমার ভালো লেগেছে। এই অনুভূতি অন্য রকম।’

টাপুর দেশে ফেরার পরে একবার চেয়েছিলেন ময়মনসিংহে গিয়ে সিনেমাটি দেখবেন। তখন যাওয়া হয়নি। অবশেষে নারায়ণগঞ্জে ছুটেছিলেন। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে আর মিস করতে চাইনি। সিনেমা দেখার আগে আমি খুবই নার্ভাস ছিলাম।

পরে মনে হলো অনেক আগের অভিনয় হলেও আমার অভিনয় মোটামুটি ঠিক ছিল। তবে কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছিল ইশ্‌, এখন সুযোগ পেলে আরও ভালো অভিনয় করতে পারতাম। নির্মলেন্দু দাদুর মেয়েসহ অনেকেই সিনেমাটি সেদিন দেখতে এসেছিলেন। সবার কাছ থেকে এই প্রথম সরাসরি প্রশংসা পেলাম।’

নিজেকে নায়িকা বলতে নারাজ টাপুর। তবে মায়ের মতো অভিনেত্রী হয়ে উঠতে চাই এমনটাই জানান এই তরুন অভিনেত্রী। তিনি অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার মেয়ে। টাপুর ২০১৬ সাল থেকে দার্জিলিংয়ে ড. গ্রাহামস্ হোমস্ স্কুলে পড়াশোনা করছেন। করোনার ছুটিতে দেশে এসে সিনেমায় নাম লিখিয়েছিলেন। অনুদানের সিনেমাটির গল্প তাঁর ভালো লাগে।

গল্পে দেখা যাবে, ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে লেখা নির্মলেন্দু গুণের উপন্যাস ‘দেশান্তর’ অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। সিনেমায় উঠে এসেছে দেশপ্রেম ও নারী জাগরণের গল্প। সিনেমা মুক্তির পর থেকে ইয়াশ রোহান ও টাপুরের রসায়ন নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে

সরকারি অনুদানের এই সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিকসহ আরও অনেকে। সিনেমাটিতে ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করেছিলেন রোদেলা টাপুর।