এবার রাজ-বুবলীর ফাঁস ভিডিও

| আপডেট :  ১২ ডিসেম্বর ২০২২, ১২:২৭ অপরাহ্ণ | প্রকাশিত :  ১২ ডিসেম্বর ২০২২, ১২:২৭ অপরাহ্ণ

সরকারি অনুদানে নির্মিত ‘দেওয়ালের দেশ’ চলচ্চিত্রে প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করছেন পরীমণির স্বামী শরীফুল রাজ ও শবনম বুবলী। ছবিটি নির্মাণ করবেন মিশুক মনি।

অনেক গোপনীয়তায় শুটিং হলেও সিনেমাটির লুক ও একাধিক দৃশ্য চলে এসেছে অন্তর্জালে। প্রকাশ হওয়া স্থিরচিত্রের একটিতে দেখা যাচ্ছে, কোঁকড়ানো চুলে নিজেকে সাজিয়েছেন রাজ। সঙ্গে আবছা গোঁফে অনেকটাই সাদামাটা তিনি। যেখানে চা হাতে রাজের দিকে তাকিয়ে আছেন বুবলী। রাজও নায়িকার দিকে তাকিয়ে আছেন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, চেয়ারের হাতলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছেন বুবলী। পাশে বসে আছেন রাজ। অবশ্য সেখানে তার গোঁফ বেশ বড়।

লুক ফাঁস হওয়া প্রসঙ্গে নির্মাতা মিশুক মনির বলছেন, ‘শুটিং সেট থেকে কেউ একজন গোপনে ভিডিও করে সেই ভিডিও টিকটকে আপলোড দিয়েছে। সেখান থেকে স্ক্রিনশট ছড়িয়েছে। শুটিং শেষ করে প্রেস মিট করে অফিসিয়াল লুক প্রকাশ করবো।’

জানা গেছে, ৫ ডিসেম্বর থেকে রাজধানীর বিভিন্ন স্পটে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বুবলী। তখনো জানতেন না তার সঙ্গে অভিনয় করবেন শফিকুল রাজ। পরে পরিচালকের কাছ থেকে জানতে পারেন রাজের কথা।

রাজের সঙ্গে জুটি বিষয়ে বুবলী বলেন, রাজের সঙ্গে এটাই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান। আর সিনেমার গল্পটা আমার কাছে এতো ভালো লেগেছিলো যে, সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি আমি।

২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘দেয়ালের দেশ’; সিনেমাটি প্রযোজনা করছেন মাহফুজুর রহমান। চলতি বছরের মার্চে সিনেমাটি প্রথম লটের শুট হয়।