আব্বু তোমাকে ছাড়া ঘরটা একদম খালি খালি লাগছে: আকবরের মেয়ে অথৈ

| আপডেট :  ১৯ নভেম্বর ২০২২, ০৮:৪৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৯ নভেম্বর ২০২২, ০৮:৪৩ অপরাহ্ণ

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী আকবর আলী গাজী মারা গেছেন। রবিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। আকবরের স্ত্রী কানিজ ফাতেমা এ তথ্য নিশ্চিত করেন।

ইত্যাদি’তে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর সেখান থেকে তাকে বেশ পরিচিতি এনে দেয়। এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি দর্শক-শ্রোতার কাছে জনপ্রিয়তা পায়। এতে, এই গানে আকবরের স্ত্রী রূপে অভিনয় করেন চিত্রনায়িকা পূর্ণিমা।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে প্রয়াত গায়ক আকবরের আইডি থেকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন আকবরের মেয়ে অথৈ। এতে অথৈ লেখেন, ‘আব্বু তোমাকে ছাড়া ঘরটা একদম খালি খালি লাগছে। যেদিকে তাকাচ্ছি, শুধু তোমার স্মৃতি ভেসে উঠছে। শুধু মনে হচ্ছে, তুমি আমাকে মা বলে ডাকছো। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া?’

এর আগে, আকবরের স্ত্রী কানিজ ফাতেমা গণমাধ্যমে বলেন, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গায়ক আকবর। কিডনির জটিলতায় তার শরীরে পানি জমেছিল। এ কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে যায়। ফলে সম্প্রতি তার পা কেটে ফেলে দেওয়া হয়েছে।